কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

রাহেবুল




চাকা

আত্মহত্যার ঢিবি
আর কুটির শিল্পের দেশি রাইফেল
কোনোদিন ফিরে আসে


রিভিজিটেডঃ পানি

পানিটা সেরে গেল। একটা ঘুমের কিন্ত ব্যাপক চাহিদা দ্যাশ জুড়িয়া।
মানে বৃষ্টি এসে, ক্রমে কমে যাওয়ার বাতচিত করছি।
পানিতে মনে পড়ল। মনে পড়া, এটার অন-অর্থ আদতে কী হয়?
পানি লেগেছিল আমার দাদিআম্মারও। দু’এক প্রকারের অসুখ অর্থাৎ।
আর পানি নিয়া কথিত আছে আমাদিগের হিঁদু মুসলমানের মইধ্যে একটা ইয়ে চলে
তাহাতে অবশ্যি কিছু আসে যায় আমার।


পার্থিব

ইঁদুর দৌড় দিতে দিতে ইঁদুরকে ভুলে যায় কী একদিন?
দেয়ালের টিকটিকির লেজুড় ঢুঁড়তে থাকে গৃহী বিড়াল
এটা অবশেষের ঘটন নাকি শুরুয়াতেই এমন? বিধানবিধি ঘাটছি
এইভাবেই হরেক শাস্ত্র, হরেক নীতিনিয়ম লাগু মদীয় পার্থিবে?

বেড়াল টিকটিকি দুজনায় হয়তো বা বড় প্রিয় গৃহস্থ আদমের
দেয়ালে টিকটিকির পায়চারি কিংবা তাতে বেড়ালের পাঁয়তারা
ভাবছি একদিন বলি বুদ্ধুরাম, চুক্তিপত্রগুলি পুড়িয়ে দাও দিকিনি
অবাধে লুটপাট হোক জানমাল; মারাদাঙ্গা হোক আইনত; সর্বভূমে

2 কমেন্টস্: