কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

সৌভিক বন্দ্যোপাধ্যায়




হ্যান্ডস আপ
       
পোড়ো মন্দিরের কাছে আজ আবার 'হ্যান্ডস আপ' বলে ওঠে কেউ 
পরিত্যক্ত রেললাইন বেয়ে কাছে আসে কবেকার মালবাহী ট্রেন
ডুয়ার্সে চাঁদ ওঠে, জ্যোৎস্নায় আজ আবার রক্তের দাগ 
কাঠের ব্রিজ থেকে নীচে ঝুঁকে আছে ঝাপসা ভালোবাসা 
খুনের গল্পে কেন বারবার এই ফিরে যাওয়া?
শীতের চাদরে আজ ক্ষতচিহ্ন প্রাণপণ ঢেকে 
রাত্রির নীরবতা চিৎকারে ছিঁড়ে ফ্যালে মৃত ভিক্টিম 
ওয়াচ-টাওয়ারের ওপর থেকে 
আজ আবার 'হ্যান্ডস আপ' বলে ওঠে কেউ 
 
দশ বছর ধরে খুন হচ্ছে প্রিয় ভিক্টিম-
পুলিশ-প্রশাসন সে ব্যাপারে কিছুই জানেনা...
 

সামনের  বছর থেকে

বছরটা শেষ হয়ে যাচ্ছে, রবিনসন 
কিছু কি হল, কাজের কাজ 
নাকি মিসেস ত্রিপাঠীর খোলা পিঠে 
মিথ্যে কোলাজ এঁকে কেটে গেল দিন?
সামনের বছর থেকে সূর্য ঘুরবে পৃথিবীর চারপাশে -
বলেছেন কে.সি. পাল, তাই সিওর থাকো 
সমস্ত ঝড় গতিপথ পাল্টে নেবে ঠিক 
কালো লেগিংস পরা এই সিরিয়ালকিলার শহরে
ফিরে আসবে পেখম মেলে দেওয়া ময়ূরের দল 
স্পাই-ক্যামে নিবিড় বৃষ্টি ছাড়া, আর কিছু ধরা পড়বে না...


শূন্য গ্যারেজ
        
তোমাকে ভুলেছি আমি
কিছুকাল হলো
সমুদ্রে কারা যায়, কারা যায় চাঁদে
সে'সব হিসেব আর
রাখিনা এখন
তোমার রামধনু খুলেছি শরীর থেকে
মুছেছি নম্বর আর
মৃদু হেসে ছুঁড়ে ফেলেছি
গতজন্মের চাকা
হাইওয়ে পেরিয়ে তোমার সঙ্গে আর 
উন্নত ফাল্গুনে কোথাও যাবোনা আমি
তবু গাড়ির ডিকির ভেতর টর্চ ফেলে দেখি -
চুপিসাড়ে লুকিয়ে রয়েছো
তোমাকে ভুলেছি তবু
ভ্রমণের এই গাড়ি ব্ল্যাক-হোলে পড়ে গিয়ে
ব্রেকডাউন হয়ে আছে
শূন্য গ্যারেজে কোনো মেকানিক নেই

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন