কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

জয়া ঘটক




স্তব্ধ জল


যে আর্তনাদ মুখ দিয়ে
বের হতে পারে না, তা
বুকে দাগ কেটে বসে।

শব্দগুলি তাকিয়ে থাকে
একে অপরের দিকে

এই স্তব্ধতার মধ্য দিয়ে
চলতে চলতে জানি না
হয়তো শেষ হবে সব অপঘাত।

পদ্মপাতার জলের মতো
বিশ্বাসঘাতক অনিত্য জীবন
কী আপ্রাণ চেষ্টা!
কত ক্লান্ত প্রয়াস।

তবুও জীবন চলে নিজের মতন।


প্রশ্ন


আগুনে আঁকা সব কথামালা
শালীনতা-অশালীনতা ঘিরে
কত প্রশ্ন!কাল্পনিক সমালোচনার
সম্ভাবনাহীন ভূর্জপত্র লেখা হোক!

বাকি সব তো মৃত্যুর নামতা।


নারী


আত্মদহন শেষ হলে
বাকি থাকে শুধু
সমাজের দংশন আর
পরিবারের শাসন!

নারী বলেই কি?


মর্যাদা


আমি যদি থেকে যাই
ধুলোতে মুখ লুকাবে
মরুভূমি।

আমার সামনে মাথা
নত করবে সরিৎ সাগর।


1 কমেন্টস্:

  1. প্রথম কবিতার প্রথম লাইনেই, যা আমি খুঁজি লেখায়, পেয়ে গেছি, তাই ভাল লাগল।

    উত্তরমুছুন