কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

বর্ণালী গুপ্ত

জলসিঁড়ি

তুমি বলেছিলে জলসিঁড়ি ভাঙবে
স্রোতের ওপারে গিয়ে ভুলে গেলে
শূন্যতার পাটাতনে যে সেতুটা ছিল,
তার ঠিক মাঝখান থেকে কি
একটা পাটা সরিয়ে নিয়েছিলে?

বহু প্রচেষ্টায়, পারিনি জুড়তে
হয়ত সেটাই চেয়েছিলে মনে মনে

সেতুর এপারের কথা, ওপারে যেতেই ভুলে গেলে
তবু রোজ জলসিঁড়ি ভাঙি কিনারে কিনারে
ফিরে আসি হোঁচট খেয়ে...
দূর থেকে পাটাতনের কাঠগুলো বোবা চোখে তাকায়  
ক্লীব, তাও ব্যাঙ্গের হাসি হাসে ।
অপলক চেয়ে থাকি জলসিঁড়ির হাতল হাতড়ে।


সাদা ক্যানভাস


একটা সাদা ক্যানভাস রেখে গেলাম
পারো তো  তুলির আঁচড় কেটো ।
 
একটা শুকনো বাগান রেখে দিলাম
পারো তো সবুজ করে দিও

একটা অগোছালো ঘর রেখে গেলাম
পারো তো মনের মত সাজিয়ে নিও

একটা দিশেহারা মন রেখে গেলাম
পারো তো  হৃদয়ে জুড়ে ধরে রেখো

যেখানেই থাকি না কেন
দু’চোখ ভরে আমি দেখব


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন