কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

অনির্বাণ দত্ত

তিন এক্কে এক


()

তারপর কোনো এক নিঝুম শূন্যতার খোঁজে
আকাশ বদলায় কোনো নক্ষত্র হঠাৎ।
আর সমুদ্র বদলাতে বদলাতে
অবশেষে বৃষ্টি আসে,
কোনো নতুন ঘাসের ভেতর
বহু রঙ, বহু কোলাহল কলরব,
বহু মৃত্যুমিছিল বদলে বদলে
শহর থেকে শহর পেরিয়ে
এখনো ঘুমিয়ে থাকে শহর

()

মাঝে মাঝে মনে হয়
এই যে উত্তাপ,
এই এত প্রখর কিরণ,
এও বুঝি প্রেম,
এও বুঝি তাঁর এক বিশেষ পরশ ...
একে যে দহন বলি,
সে আমার ভ্রম

()

যেভাবে ঢেউ ভাঙে নদী
যেভাবে বুঝে নেয় পাড়ের নীরবতা,
যেভাবে পাখির বুকে প্রথম রোদ্দুর  
গোপনে গুঁজে দেয় কথা,
সেভাবে কোনো হাওয়া হঠাৎ ভেসে ভেসে
কত কী ব'লে যায় বুকের কাছে এসে,
যা কিছু কথা শুনি যা কিছু সুর বাণী
সবই তো তাঁর ছোঁওয়া ... সবই তো তাঁর জা

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন