কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

অমৃতা মজুমদার

তুন করে বাঁধব


()

ঝরা পাতার সবুজ গল্পেরা
আঁকড়ে থাকে এখনও
আমায়।
শব্দে ভরসা নেই আর
সুরে আছে
আমি নেশায় থাকতে চেয়ে
চরকার ভেতর সুতো হয়ে যাচ্ছি
রেশের ভেতর খনন শুরু হলে
স্বস্তি পাই
শুধরে নেওয়ার সুযোগে
সূর্য ওঠা নামার ছন্দটা বদলাবে ভেবে
ছেলেটা আলো হয়ে গেছে।
আমি ভালবাসছি ওকে
আমি বিদ্রোহী নই এখনও
বিক্ষিপ্ত
আমি আলাদা হয়ে মহাজগতের
গল্প বলে যাব ওদের
যারা তারা জ্বালেনি
চাঁদের জল পান করেনি কখনও
বলে যাব ওদের।

()

সদ্যজাতর সাথে পূর্বজন্মের টানের মত
পাউডার ব্লু রঙটা
আমায় তারা করে ফিরছে
শুকনো হেনার ঘন সোহাগ নয়
তীব্র ভিজে ঘ্রাণ
অপ্রেম বার্ধক্যের আলিঙ্গনে
স্তূপাকৃত চুমুর রেশ হয়ে
বিষম গর্জনের নীচে
শীতলতর চাওয়ার অপমৃত্যু
মৃদু হাওয়া
ঠোঁট ছুঁয়ে বিন্দুর দোষ
অপূর্ণ আফসোস
ধ্রুবতারা যতখানি
নাবিকের অধিকারে
কচি শেওলায়  পিছলানো
জোলো সবুজের পরে
কথা ছিল
ছেঁড়া তারে সুর বাঁধা হবে
কোনোদিন ভোলামন



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন