কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

জয়শীলা গুহ বাগচী

চলরঙ্গ

()

রাস্তার ক্রমশকে উত্তল করা গেলে
এলোমেলো পদচ্ছাপ
ফুটপাথ মেলে দেয় অজানায়
আমি শুনি স্মিত বেঁচে ওঠা
কবেকার হেঁটে আসা লেখনী
শিকার লিখতে লিখতে
গিলে নিচ্ছে সন্মুখ
এবার হল না মুখোমুখি 
হল না দিন ভোলান রঙ্গ
হেঁটে হেঁটে  বিপন্ন নিমেষ
পৃথিবীর ঝিম ধরা ভাতে
আবেগ চিনে চিনে
ধুয়ে ফেলে

আক্রান্ত জুড়ে সন্ধ্যা নামে

()

 জংশন থেকে এগিয়ে চলেছে হাঁটা
ফিরে যাচ্ছে চায়ের দোকান
গরম গরম ধোঁয়া ওঠা অনুসঙ্গ
কতরকম ছাঁকনি তুলে তুলে
অভ্যেস মেপে নিচ্ছে রোজ
গুঁড়ো গুঁড়ো বিস্কিট
জোড়ালো হচ্ছে যদিও
তবু
পায়ের ছাপের চেয়ে বড়
এই হাঁটা হয়ে ওঠা

()

সকাল জড়িয়ে যাচ্ছে মোজায়
একটু গোলাপি
একটু সুতির নরমে
একটা গোটা দিন
 এগিয়ে যাচ্ছে? 
নাকি রোদ মাখছে...
নাকি আমি হাঁটছি
এই সূর্য আর ভুট্টা ক্ষেতের
বারান্দায়
আমি ছেঁড়া ছেঁড়া ভুল হয়ে গেছি


2 কমেন্টস্: