কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

ঝুমা চট্টোপাধ্যায়

১লা বৈশাখ

শ্রী সূর্য সিদ্ধান্ত সম্মতঃ গণনাঃ শুদ্ধি দীপিকা, জ্যোতিস্তত্ব, রাজ মার্তন্ড, মুহূর্ত  চিন্তামনি, পঞ্চাঙ্গ চন্দ্রিকা, দিন চন্দ্রিকা প্রভৃতি প্রামাণিক গ্রন্থ সম্মতঃ ব্যবস্থাদি সমন্বিত,
শ্রী ব্যাস পন্ডিত, জ্যোতির্ভূষণ কর্তৃক গণিত ও ব্যবস্থাপিত, শ্রী বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা

সকালে সূর্য ওঠার আগেই বাজার দখলের লড়াই শুরু হয়ে যায়কে কার আগে কত তাড়াতাড়ি অন্যের বাজার দখল করতে পারেপাড়া ফুটপাত ছোট গলিপথ বড় রাস্তা ন্যাশানাল হাইওয়ে দেশি বিদেশী আধা বিদেশী বহুজাতিক বিজ্ঞাপনের হোর্ডি দিয়ে ভর্তিসময় না থাকলেও সুব্রত এই বিজ্ঞাপনগুলো মন দিয়ে  খুঁটিয়ে পড়েসন্ধ্যে হলে চা খাওয়ার সময়টুকুতেও টিভির খবর পুরো শুনে বা আধা শুনে বিজ্ঞাপনগুলো মন দিয়ে লক্ষ্য করেতার বউ তার এই বিজ্ঞাপন প্রীতি দু’চোখে সহ্য করতে পারে না। টিভিতে কত ভাল ভাল সিরিয়াল হয়, নাচ গানের কম্পিটিশন হয়, হয় আরো কত কী! সেগুলো অ্যাভয়েড করে কেন যে সুব্রত মনোযোগ সহকারে শুধুমাত্র বিজ্ঞাপনগুলোই গোগ্রাসে গেলে, বুঝতে পারে না রেখা সুব্রতকে উপদেশ দেয়, যা হচ্ছে হতে দাওএসবের মধ্যে তুমি থাকতে যেও নাআমাদের ছেলে মেয়ে নাতি নাতনীরা কানাডায়। আর কিছুদিন পরে আমরাও চলে যাব। আর কি চাই তোমার?

সুব্রত উত্তর দেয় না। সে স্প্যানিশ ভাষা জানে নামেক্সিকান খাবার খাওয়ারও অভ্যাস নেইজাপানী নু্ডলস্ খেয়ে দেখেছে দু’ চার বার। ভাল হজম হয়নিআবুধাবির রোদ গরম ঢাকা চাপা চলাফেরা অতি বিরক্তিকরগিয়েছিল একবার বছর দুয়েক আগেসম্প্রতি নাইজেরিয়া যাবার জন্য এক আত্মীয় নেমতন্ন করে রেখেছে সুব্রতকেসুব্রত এখনও তাকে মুখের ওপর ‘না’ কথাটা বলতে পারেনিকর্মজীবনে অফিসের কাজে ব্যাঙ্গালোর মুম্বই আহমেদাবাদ ইত্যাদি সব একবার করে ঘুরে আসা হয়ে গেছে টিভিতে বিজ্ঞাপন দেখা নিয়ে রেখা বেশি খ্যাচখ্যাচ করলে রেখাকে সুব্রত উত্তর দিয়েছে, কানাডা চলে গেলে একটানা এত রকম বাংলা রোজ নিয়ম করে কি শুনতে পাব?
এ কথার কোনও উত্তর না দিয়ে রেখা নিজের কাজে মন দিয়েছে

এখান থেকে এই গল্পটা দুভাবে এগোতে পারে। এক - সুব্রত বিজ্ঞাপন দেখা বন্ধ করে দেবে । দুই - বিজ্ঞাপনগুলো নিজেদের ভাষা বদল করে নেবে

কিন্তু মাল্টিমিলিয়ন ডলার প্রশ্ন হল, সুব্রত কি সত্যিই বিজ্ঞাপন দেখা বন্ধ করে দেবে?
সাধভক্ষণ নামকরণ নিষ্ক্রম অন্নপ্রাশন মুখ্যান্নপ্রাশন চূড়াকরণ কর্ণবেধ বিদ্যারম্ভ  উপনয়ন দীক্ষা গৃহারম্ভ গৃহপ্রবেশ পুংরত্নধার জলাশয় প্রতিষ্ঠা দেবতাগঠন  দেবীপ্রতিষ্ঠা গোবিক্রয়াদি পুণ্যাহ শান্তি স্বস্তয়্যন বীজবপন হলপ্রবাহ কুমারীনাসিকাবেধ ভূমিক্রয়বিক্রয় অষ্টকাশ্রাদ্ধ
বেণীমাধব নামের পরে শীল পদবী দেখিয়া কিনুন ।

আধুনিক ভাষা বিজ্ঞানীদের মতে যে কোনও ভাষার আসল রূপ হল সেই ভাষা ভাষী জনসমাজে প্রচলিত কথ্যভাষা। অর্থাৎ দৈনন্দিন যে ভাষা লোকমুখে ব্যবহৃত হয়
ছেলের কাছে কানাডা চলে যাওয়ার আগে সুব্রত রোজ কথ্য ভাষার নমুনা সংগ্রহ করে । - আজ আমার পিরিয়ডস্ হয়েছে! কিন্তু তাতে কি? আমি তো করব আমার মুভ! আজও! ছিঁয়াও! স্টে ফ্রী সিকিওর!
বড়দা ঐ কাপলটাকে কী কুল লাগছে দেখ!  

খাবারের আগে সদা হাত ধোব ... মামা হাত ধুচ্ছ না নোংরা করছ ? না জানে কে ছুঁয়েছে এ সাবান হো! এটাই হল ভাল অভ্যাস! ডেটল ডেটল হো!
এই ভাষা দিয়ে অন্যের বাজার দখল করা চলছে? নাকি নিজেদের তৈরি ভাষা দিয়ে নিজেদের আইডেনটিটি তুলে ধরছে?

জয় গোস্বামী পিনাকী ঠাকুর উৎপল কুমাররা আলকাতরার ডিবে আর ব্রাশ হাতে নিয়ে হাঁটছে আর মই নিয়ে চলেছে মলয় রায়চৌধুরী আর বারীন ঘোষালস্লোগান দিচ্ছে জলধর সেনের নাতি কাজল সেন, ‘আংরেজি হঠাও বাংলা লাও’!

ভাষার ভেতরে সুব্রত নিজের আকার খুঁজে বেড়াচ্ছিল 


(ঋণ স্বীকার :  সমীর রায়চৌধুরী)  

1 কমেন্টস্: