কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭

বেবী সাউ

রক্ত

তোমাকে সিঁথিতে ভরেছি
সবটুকু ঢেউজন্ম
আশমানে বিরাট বাগানঘর

রঙ খেলে ডি এন এ
সূর্যাস্ত পর্যন্ত এই যে কথা
দেওয়া নেওয়া
পিচ্ছিল রাস্তায়

জেগে ওঠা আদিম পিয়াস

ঘাম

বললে, শরীর আঁকো
তারপর প্রত্যঙ্গ

প্রত্যয়হীন মানুষের হাঁটা শুরু হয়

সমুদ্র ততটাও প্রাসঙ্গিক নয়
যতটা সাঁতরে নুনগন্ধ
ভেসে ওঠে

জল 

তোমার ভূগোল রেখায় সাঁতার
আমার ফড়িংয়ের মৃতদেহ ভাসে

মাটি ভেঙে দেখি ফিরে গ্যাছে পথ
অলৌকিক আদিম ঘুমে মরে আছে দালির ঘড়ি

পুরনো গাছে ছায়া বাড়ে
বাড়ে বসতির দাবী

তথাগত হে! বৃত্তের মাঝে
শূন্যতা খেলা করে

সংসারে গড়ে উঠে রান্নাপাতি

2 কমেন্টস্: