কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

১৪ সুজন হাজারী

স্নানহীন জ্যোৎস্নার সেরেনাদ
সুজন হাজারী



স্বরচিত অন্ধকারে হেঁটে চলা
জুয়াড়ির বিড়বিড়
একাকী বায়ু সেবনের রাত
বিষাদে স্নানহীন জ্যোৎস্না পেরোয়
অন্ধ এক বালক পৃথিবীর।

চক্কর কাটে বিষুবীয় সুতোর টঙ্কার
গীটারে সুর তোলে ভ্রমরা রমণী
নিষিদ্ধ গানের বর্ণমালা
উঠোনে নষ্ট চাঁদের টি-ব্রেক অবসরে
অন্ধ বালক হাত ধরে পড়শির

বাজাও তুমি সেরেনাদ
মুছে যাক সকল বিষাদ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন