কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

কালিমাটি অনলাইন / ০৬

সম্পাদকীয়


গত ১২ই আগষ্ট কলকাতায় ‘জীবনানন্দ সভাঘর’-এ বাংলা ভাষার লেখক, পাঠক ও সম্পাদকদের নিয়ে একটি সেমিনার আয়োজিত হয়েছিল। আলোচনার বিষয় ছিল ‘ইন্টারনেটে বাংলাভাষা চর্চা – সম্ভাবনা এবং ভবিষ্যৎ’। বিভিন্ন ওয়েবম্যাগ-এর সম্পাদক বা প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁদের কাজের সঙ্গে উপস্থিত শ্রোতা ও দর্শকদের পরিচয় করানোর জন্য। এই সেমিনারে আমন্ত্রিত হয়ে ‘কালিমাটি’ পত্রিকা ও ‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ সহ বক্তব্য রেখেছিলেন পত্রিকা-সম্পাদক। এছাড়া আমন্ত্রিত ছিল ‘আদরের নৌকা’, ‘অন্য নিষাদ’, ‘আসমানিয়া’, ‘বাক’, ‘কৌরব’, ‘পরবাস’, ‘গুরুচন্ডালী’, ‘জার্নি 90s’ ইত্যাদি আরও অনেক ওয়েবম্যাগ। ওয়েবম্যাগ পরিচিতির পাশাপাশি দুটি আলোচনায় বিশদ ভাবে বক্তব্য পরিবেশন করেন অধ্যাপক শ্রীতন্ময় বীর এবং শ্রীদেবজ্যোতি ভট্টাচার্য। তন্ময়বাবুর আলোচ্য বিষয় ছিল : ‘ওয়েবম্যাগের বর্তমান ও ভবিষ্যৎ’। এবং দেবজ্যোতিবাবুর আলোচ্য বিষয় ছিল : ‘আগামী প্রজন্মের সাহিত্য চর্চার মাধ্যম’। বলা বাহুল্য, দুটি আলোচনাই ছিল অত্যন্ত তথ্য ও তত্ত্বসমৃদ্ধ। আমাদের সঠিক জানা নেই, এর আগে এই ধরনের বাংলা ভাষায় ওয়েবম্যাগ সম্পর্কিত কোনো আলোচনা সভার আয়োজন কলকাতা বা ভারতের অন্যত্র হয়েছিল কিনা! আর তাই অবশ্যই সাধুবাদ জানাতে হয় এই সেমিনারের উদ্যোক্তা ‘সৃষ্টি’র রোহণ কুদ্দুস, ‘ইছামতী’র মহাশ্বেতা রায় এবং ‘ও কলকাতা’র অভ্র পাল’কে। অবশ্য প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, এই সেমিনারে ‘সময়’-এর ওপর নিয়ন্ত্রণ উদ্যোক্তাদের না থাকায়, কিছু ওয়েবম্যাগের প্রতিনিধিরা ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা খুবই কম সময় পেয়েছেন তাঁদের বক্তব্য রাখার জন্য; আবার কেউ কেউ সময়ের টানাটানিতে তাঁদের বক্তব্য রাখার জন্য আদৌ কোনো সুযোগই পাননি। এটা সত্যিই খুবই দুঃখের এবং ক্ষোভের ব্যাপার। আশাকরি, পরবর্তীকালে উদ্যোক্তারা এই ব্যাপারে যথেষ্ঠ সচেতন ও সতর্ক থাকবেন। এবং সেইসঙ্গে আমরা আশাবাদী, বাংলা ভাষায় ওয়েবম্যাগ আন্দোলন ক্রমশই আরও বলবান ও বেগবান হয়ে উঠবে; এবং সঠিক দিশায় এই আন্দোলনকে পরিচালনা করার জন্য বিভিন্ন ওয়েবম্যাগের সম্পাদক, সদস্য ও লেখকেরা আগ্রহী ও সংঘবদ্ধ হবেন।

প্রকাশিত হলো ‘কালিমাটি অনলাইন’-এর ষষ্ঠ সংখ্যা। আপনাদের কাছে আবার আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই সংখ্যায় প্রকাশিত কবিতা-ঝুরোগল্প- কথনবিশ্ব-চারানা আটানা-ছবিঘর সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই জানান ‘কমেন্ট বক্স’-এ। এবং সেইসঙ্গে ‘কালিমাটি অনলাইন’কে আরও সমৃদ্ধ করুন আপনাদের স্বরচিত পরীক্ষা-নিরীক্ষামূলক ও মননশীল কবিতা, ঝুরোগল্প, ‘কথনবিশ্ব’র জন্য গদ্য ও ‘ছবিঘর’এর জন্য আলোকচিত্র পাঠিয়ে।


আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা : kalimationline100@gmail.com
প্রয়োজনে দূরভাষে যোগাযোগ করতে পারেন : 0657-2757506 / 09835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301,
Parvati Condominium,
Phase 2, 50 Pramathanagar Main Road,
Pramathanagar, Jamshedpur 831002,
Jharkhand, India.

1 কমেন্টস্:

  1. ওয়েব ম্যাগের ভবিষ্যৎ বিষয়ে আমি আশাবাদী।
    আপনার সম্পাদকীয় কথনে যা সব জানলাম,তাতে বেশ উৎসাহ বোধ করছি।
    আশা করছি নিয়মিত যোগাযোগ রাখতে পারব এখন থেকে।
    ধন্যবাদান্তে-
    তুষার আহাসান
    tusharahasan45@gmail.com

    উত্তরমুছুন