কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

১৮ পাভেল আল ইমরান

মৃত্যুর দু’মিনিট পূর্বের ছবি
পাভেল আল ইমরান



মৃত্যুর দু’মিনিট পূর্বের যে ছবিটি ছিল?
হাজার চেষ্টায় খুলে নেওয়া সে কাঁচা গাব রঙা রসের খোলস কতখানে রাখতে গিয়ে ঢাকতে গিয়ে
পেঁচা কুকুরের সমকামিতা দেখতে বাধ্য হয়েছি এ আমি
ধু ধু জনহীন মরু বুকে হঠাৎ এক পশলা বিষ্টির গল্প চরম মিথ্যুক খেঁকশেয়ালটাও
হাউ দেওয়ার চলে অন্যগ্রহে পাঠিয়ে দেবেন
আনকোরা তরুণের আঙুলে গিটার যত জোশ সুরই বমি করুক
প্রশান্ত মহার্ণবের হুরি-সুস্বাদু মাছেরা নীল তিমির পেটেই যায়
কোথাও রাখতে পারিনি ঝরঝরে ছাইয়ের পশমআঁকা মুখের খোলসটি

মৃত্যুর দু’মিনিট পূর্বের যে ছবিটি ছিল?
আকাশের বেলুনের শ্বাসে গ্রহ-গ্রহান্তর নামের মিথ্যার জগতে বাদুড়

1 কমেন্টস্:

  1. কবিতাটির অন্তরে প্রবেশের যে শক্তি নেই আমার সেইটি বুঝলাম! তবু মনে হল, কবিতার অন্তরে দহন রয়েছে পরিব্যাপ্ত!

    উত্তরমুছুন