কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

১৬ নীতা বিশ্বাস

আদিমে পেতেছি কান
নীতা বিশ্বাস


শব্দ শ’য়ে শ’য়ে অব্দ পেরিয়ে
শুয়ে বসে যৌগ রসায়নে প্রেমের
চিঠি চাপাটি’পট খুলে
লোপচুগন্ধে ম’ ম’
মম চিত্তে দ্রিদিম

ঘুমচুম আদিমে পেতেছি কান
স্যাটার্নের SMS
আলোবুক মুঠোয় এসেছে
মিডনাইট ড্রিম
ট্রিমেন্ডাস শংখনাভীশব্দমালাশরীরী
চাঁদাকাশ লিপইয়ারি দোস্তানা
ঠোঁটের ডালিমা শুষে যন্ত্রণানন্দ
অপরিমেয়... শব্দকোষের বন্ধনহীন ওপারে
বেপরোয়া রাত্রিযাপন

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন