কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

০৯ কাজল সেন

পাঞ্চালী একা
কাজল সেন


ব্যাপারটা অন্য রকমই হতো
যদি তৃতীয় ঊরু ভঙ্গ হতো স্বয়ং যুধিষ্ঠিরের
আর পটীয়সী পাঞ্চালীর রম্য অন্ন ব্যাঞ্জনে
তুষ্ট হতেন দুর্যোধন

আসলে যাবতীয় দৈনিক কবিতাপত্র ও রক্ষিত আইন
এবং দূরত্ব যথাযথ হলে
প্রাচীন হস্তিনাপুরের কোনো সাধারণ মাপের
আয়তক্ষেত্র থেকেও
হয়তো আজও খুঁজে পাওয়া যাবে
অর্জুনের নৈর্ব্যক্তিক নিষ্প্রাণ গান্ডীব
আর পদাতিক অশ্বারোহী গজারোহী
রথী মহারথীদের স্ত্রী ও সন্তানের মঙ্গল কামনায়
নিষিদ্ধ ঘোষণা করা হবে
যাবতীয় অশ্বমেধ ও রাজসূয় যজ্ঞের আয়োজন

কতটা বৃষ্টিপাত আর শীতলপাটি ছেড়ে
তুমি আছ নৈঋতের বিরানা মল্লভূমিতে আজও
বিস্ফারিত জরায়ুতে এ কোন্‌ অচেনা তবে অভিমণ্যুপ্রাণ
যতটা গেছো চলে সেখানেই তুমি এক নতুন নির্মাণ

মহাপ্রস্থানের পথে একে একে ডুবে গেছে
মহামান্য ভাইদের সব বাক্যালাপ
শুধু তুমি পাঞ্চালী একা
পান্ডবের বারবধূ
দীর্ঘ উন্মুক্ত কেশরাশি তোমার
নিঃশেষিত হলে না আজও
চাহিদা ও যোগানের রসসিক্ত সূক্ষ্মতম খেলায়
বস্ত্রাঞ্চলের বড়ই নিদারুণ টান

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন