কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

০৩ বারীন ঘোষাল

রংছোরা
বারীন ঘোষাল


সকালের গাড়ি ধোয়া জল গড়াচ্ছিল
দেখে রাস্তা একটু থামল
জলরাও একটু দাঁড়াল
                             কী হয়

চড়ুই পাখি শিশুটিকে স্নান শেখাচ্ছে
বিকেলের নিয়নকলায় এই দৃশ্যটি মনে পড়তে
হাল যে হালত হবে বুঝতে পারিনি
এমন যা মিনির আঁধার
আর মিনিয়েচারে ব্রেইল শরীর
আর আঙুলের টরেটক্কা

আর আপনা গন্ধে শিশু তৈরি
করার কারখানা থেকে স্ট্রাইক তুলে নিচ্ছে রংছোরা




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন