কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

২১ অর্ণব ভট্টাচার্য

কেমিক্যাল রিঅ্যাকশন
অর্ণব ভট্টাচার্য



মিছিমিছি কিছু চিঠি পাঠিয়েছি তোর উদ্দেশ্যে
বোনা কিছু উল রাখা আছে টেবিল-এর কোণে
তুলে রেখেছি তোর জন্য নিয়ে আসা কিছু কাঠবাদাম
তুই তো চলে গেছিস বেবাগী হয়ে

ঘনিষ্ঠ হওয়া কিছু মুহূর্ত আজ কলমবন্দী
ইনবক্স-এ আছে জমা কিছু মনখারাপ
তুলে রেখেছি তোর জন্য সুর করা কিছু ফিউসন
তুই তো মিশে গেছিস ছেঁড়া গিটার-এ

আলতো আলো আর নিওন-এর ডুয়েল-এ
পচে মরেছে কিছু পুরনো স্মৃতি
সজনে ডাঁটার ভেষজ গুণের কেমিক্যাল রিঅ্যাকশন লিখছি
তুই তো রয়ে গেছিস স্যারিডন হয়ে

শেষ দুটো ডেট-এর দিব্বি
মনে গেঁথে গেছে তোর এলোচুল
জোয়ার ভাঁটার সমুদ্রে পাড়ি দিয়েছি ডলফিন হয়ে
তুই তো বেঁধে গেছিস সাত পাকের জালে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন