কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

১০ শফিউল আজম মাহফুজ

দুটি কবিতা
শফিউল আজম মাহফুজ



অক্ষত চোয়ালের লজ্জা
(হুমায়ুন আজাদ স্মরণে)

আকাশের কপালে তিলক এঁকে দিয়ে
নির্লজ্জ চাঁদ উঠলো ঠিকঠাক।
আর আমরাও বাতিঘর-এর সামনে দিয়ে
প্রবেশ করলাম চেরাগীর যোনিতে।
তারপর তুমুল আড্ডা, সে যে কী তুমুল আড্ডা
তুমি নেই আজ কতদিন...
তবু থামে না কিছুই।

তুমি কি জেনেছিলে এর সব
এমনই হয়, মানুষের অদ্ভুত স্বভাব
চায়ের সাথে সিগারেট, পরাটার সাথে কাবাব
না হলে মানুষের চলে না।

অথচ শতাব্দীর হাহাকার নিয়ে তুমি বিগত
তোমার ঝুলন্ত চোয়াল শুধু ঝুলে আছে বাংলার বুকে
তোমার মুখে, তোমার চোখে বিদ্রুপের হাসি
যেন বলছো, একি প্রহসন! আহা প্রহসন!
তুমি আজ বিগত--
তবু আড্ডাগুলো জমে ওঠে ভীষণ
মানুষের অদ্ভুত স্বভাব
অনায়াসে ভুলে যায় সব।

সারা মুল্লুক ঘুরে যখন ফিরি
দাঁড়াই আয়নার সামনে, দেখি আমার শান্ত চোখ,
মসৃণ মুখ, অক্ষত চোয়াল।
লজ্জায়, ভীষণ লজ্জায় দু'হাতে মুখ ঢাকি।


সহজ জ্যামিতি

হৃদয়ের সব সংলাপ ফিরে যায় অনাহত
আমাকে কেন্দ্র করে আঁকছো যে হৃদয়ের চাপ
তা আমার হৃদয়কে ছেদ করবে না কোনোকালে

তোমার কি জানা নেই সহজ জ্যামিতি
তোমার হৃদয়ের সমান কিংবা অন্তত
অর্ধেকের বেশি ব্যাসার্ধ না নিলে
আমাদের হৃদয় কখনো সমদ্বিখণ্ডিত হবে না।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন