কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

০৮ উল্কা

রঙ বারান্দা
উল্কা


(১)
রঙিন সম্ভাবনার আলতো বেলা
একপাশে আঙুল জঙ্গল
খড়মড়ে নীলচে জল রঙে পাতাবাহার
যুক্তাক্ষর পেরোই... এক দুই তিন
প্রচ্ছদে মারামারি করুক ন হন্যতের সংজ্ঞা!


(২)
মেঠো কাগজে এবেলার ঘেমো কল্পনাবাড়ি
অবাস্তব ছাপ কাটে ক্রুসেড মাফলার
ধর্ম
ধর্মতলা
ধর্মতলার ট্রামডিপো
বর্ষাট্রাম
হেডলাইট লেগে রইল প্যালেটের হলুদে...


(৩)
আবার জলরঙ
বাথরুমে পেতে রাখি চোখ দুই ঘুমের চাহিদা
জল পড়ে নড়ে ওঠে মগের মুলুক
কোন বারান্দা আমার?
লুকোচুরি তুলি কি তুলি না...
সংযমে জাহাজ ভাসাই।


(৪)
ছবি আঁকতে গিয়ে কিছু রঙ চাপা দিলাম
জলের নিচে, কিছু অক্ষমতার আড়ালে
কেবল তুলির মুখে কিছু রঙ
আকাশ দেখেছিল...




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন