কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১৩১

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

২৩ ইন্দ্রাণী সরকার

মোনালিসা প্রেমিকা
ইন্দ্রাণী সরকার


কি যেন নাম তার ‘তিস্তা’!
রূপসী না কি মোনালিসার ঘ্রাণ?
ঝানু প্রেমিকের একলা তরবারি
জাগে মাচার ওপর লকলকে
কচি লাউডগা আর পুঁইশাক।
নদীতে বান এসেছে রে, বানভাসি
হবি না কি রূপসী বিউটি পার্লারে
বসে থাকা ফেসিয়ালের মুখ?
না থাক্ তার চেয়ে বরং এলোচুল
জানালায় ঝুলিয়ে দে রাজার কুমার
বেয়ে বেয়ে উঠে যাবে মাচার উপর।
চিলেকোঠা ঘরে প্রেম এসেছে,
ওরে নাইতে যাবি নি নেশালু মেয়ে?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন