কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

০৬ অথির শেরপা

সিংহরাশি ও কালোপরী
অথির শেরপা



ব্যাকরণের অনেক দূরত্ব পেরিয়ে তুমি এসো আকাশী কামিজ
                                                           তুমি এসো লাল উড়না…
বৃষ্টি এখানে ছিঁচকাঁদুনে, বাতাস অনির্দিষ্ট, ভুবনচিলগুলো
রানওয়ের বিমানের মতো কেবল ওঠে আর নামে, এই তো এখানের
                                                           প্রাকৃতিক খবর
কালোপরী, ভ্রান্তঠিকানায় তোমাকে আমি কখনো পৌঁছাতে দেবো না
তোমার চোখেও কি কামিজের নীল আর উড়নার লাল আগুন?
           এখানে স্লোগানে স্লোগানে প্রায়ই সরগরম থাকে প্রজন্মচত্বর
                     প্রেসক্লাব, কিন্তু সে আগুন আবার মৃতের মতো বরফ হয়ে যেতে
লাগে না সময়। প্রেমের চেয়ে এখন বেশি দরকার সিংহরাশির আগুন
আগুনের ভেতর দেখা যাক অজস্র মুখ!
সঠিক আগুনের রং চিনে বিপ্লবী হতে সাধ জাগে আজ
প্রতিদিন ডবল-ডেকারে করে যে চলে যায় পলাতক আসামীর মতো
তার পকেট থেকে জ্যান্ত সাপ বের করে এনে
তুমি তাকে এই শহরেই ছেড়ে দিও--

যে নম্বরে তোমার সঙ্গে কথা বলি রোজ, সে নম্বর আমার মৃতবন্ধুর সীমকার্ডে
আজও রয়ে গেছে -- আমিও হয়তো কিছুটা মৃত;
কালোপরী, এসো জাগাও, বোমার সৌরভে, প্রাণে-ঠোঁটে
বিদ্যুতের ভাষায় কথা বলে যাও
হৃৎপিন্ডটা ধিকিধিকি জ্বলে করে যায় বেঁচে থাকার তরজমা
হৃৎপিন্ডের পাশে বিশাল একটি সূর্য এঁকে দাও, যেন মুক্তি পাই
চোখের ঘনঘন পলক পড়া বলে যায় এখনো হইনি অন্ধ
চোখের পাশে এঁকে দিও সবুজ সমুদ্র, যেন মুক্তি পাই
বোবা জন্তুর গোঙানির ভেতর তুমি শব্দবীজ রেখে হেঁটে যেও সোজা কালোপরী
সোজা পথেই এবার আছাড় খেয়ে হাঁটতে শিখবে পুরো দেশ আমার


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন