কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

০২ মলয় রায়চৌধুরী

৩৬০
মলয় রায়চৌধুরী


দেবারতিদি বিয়ে করলেন মণীন্দ্রদাকে
উত্তররৈবিক বাংলা কবিতায়
সেই প্রথম ভাইবোনের বিয়ে

টেকো বিদ্বানরা বললেন, এসব হবে
জানতুম জানতুম জানতুম;
খোঁপা বিদুষীরা বললেন
এ মা, এবার কী হবে!

হা-হা, কেউই জানত না, একটা সরলরেখা
এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নয়
৩৬০ রকমের বিন্দুতে যায়।

কাটা আঙুলের মালা গলায় আমি
আঙুলপ্রমাণ বলে যে-সুবিধায় রাক্ষসরা ভোগে
কনের আর বরের কবিতার হলুদ মেখে
চোখ মেরে ঘুচিয়ে দিলুম দিন-রাতের ফারাক।

ওহ হো, বলা হয়নি, সে-আপ্যায়ন দ্যাখে কে!
 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন