কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

২৬ সৈকত ঘোষ

উল্লাস ২৯
সৈকত ঘোষ


রক্তের স্বাদ পেতে হলে
শরীরকে পর্ণমোচী হতে হয়
পেঁয়াজের খোসা ছাড়িয়ে
যেই তোমায় খুঁজে পেলাম
তুমি জোনাকি। অন্ধকারে চোখ পুড়িয়েছি সেদিন

কখনো কখনো নিজের আকার হারালে
ডাইরির পাতার পর পাতা ভরে যায়
কিশোর প্রেমিক ধুলোমাটি মাখে
দু’হাতে নিঃসঙ্গ রূপকথা...

আগুন ছুঁয়ে দিলে আমি, দস্যু
সস্তার বিজ্ঞাপনে মেঘের নির্মাণপর্ব শেষে
সেই তো চেনা স্বাদ
ঠোঁটের কষানিতে ও রক্ত হতে যাবে কেন

ওঃ আমার প্রিয় রামবল... 
 
 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন