কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

১২ সোনালি বেগম

স্কি
সোনালি বেগম


প্রচণ্ড চাপ তাপ সঙ্কুচিত অভ্যন্তর।
প্রতারণা বাজেয়াপ্ত হলে অপরিমেয়
বস্তুগুণ পরিব্যাপ্ত হয়। উল্কার ক্ষণিক
প্রকাশ। স্প্রিং-আঁটা গদি পাখির
খাঁচায় স্থান করে নেয়। ধ্বনি
বিবর্ধক যন্ত্র অভ্র ছড়িয়ে দেবার
প্রতিশ্রুতি দেয়। মাইক্রোবায়োলজির
জটিল সংসার। আকাশের যৌবনপ্রাপ্ত
ঙ্খচিল। পানশালায় তোতাপাখির
নকল জাল প্রকাশ পায়। ইঁট
পাথর সিমেন্ট বালির মিশ্রণ পড়ে
থাকে। স্ফুলিঙ্গ পঙক্তি আঁকে।
ঈষৎদগ্ধ উপহাস উড়ে যায়।
বৃশ্চিক-হত স্কোর-বোর্ড। লাভাপিন্ড
সরিয়ে গতিশীল স্কি স্পষ্ট হতে
থাকে --



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন