কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

অভিষেক গঙ্গোপাধ্যায়

কবিতার বাসায়
অভিষেক গঙ্গোপাধ্যায়


আমার চেতনার গভীরে কিছু
অলৌকিক ভোর হাতছানি দেয়
সবার অলক্ষ্যে কাটে সময়।

ঝরে পড়া পাতার মতো
নিরহংকারী থাকি।
আমার মনের গোপন কুঠুরিতে
বাস করে কিছু সবুজ কবিতা।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন