মরুঝড়
বাপ্পাদিত্য মুখোপাধ্যায়
বিছানার চাদরে ভাঁজ পড়ে আছে,
হাড়ে হাড়ে যন্ত্রণার ছাপ।
কুঁকড়ে যাওয়া চোখে, হাতড়াই
দু’একটা লম্বাচুল!
আর কোনো চিহ্ন নেই,
বইছে আবার বিষাক্ত রক্তের স্রোত
শরীরের শিকড়ে শিকড়ে।
হাঁপিয়ে যাওয়া হাওয়া
হারিয়ে যাচ্ছে
শেষ রাতের মরুঝড়ে।
বাপ্পাদিত্য মুখোপাধ্যায়
বিছানার চাদরে ভাঁজ পড়ে আছে,
হাড়ে হাড়ে যন্ত্রণার ছাপ।
কুঁকড়ে যাওয়া চোখে, হাতড়াই
দু’একটা লম্বাচুল!
আর কোনো চিহ্ন নেই,
বইছে আবার বিষাক্ত রক্তের স্রোত
শরীরের শিকড়ে শিকড়ে।
হাঁপিয়ে যাওয়া হাওয়া
হারিয়ে যাচ্ছে
শেষ রাতের মরুঝড়ে।
ধন্যবাদ কালিমাটি
উত্তরমুছুন