কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

রমিত দে

অনুসরণ
রমিত দে

ব্রম্ভ আনন্দ স্বরূপ
জগৎ তাঁহারই ঐশ্বর্য

এ পর্যন্ত জেনেই লাফিয়ে ধানক্ষেতে নামলাম
এখন আমরা দেখব কেঁচোর দেহে মাটি কেমন ঘুমোয়
আর ভেতরে বড়ি দিতে দিতে
কালো পিঁপড়েদের সাথে দু’তিনটে মেয়ে উধাও হয়ে যায়...

মাটি যতই নরম হোক, ভাতের আশায়
ভেতরে রেখেছে একবুক জল
বয়স্ক মেঘ ফেলে পালিয়েছে উৎসাহী জাগরণ

আর আমরা ক’জনা বারবার গাছ নাড়াচ্ছি
ফলের আদলে ঝরছে প্রসববেদনা
কোথায় ভাসমানতা?
ক্ষত পেলেই গানের খাতা লুকোতে আসে সুবর্ণ কাঠের খোপ

তার নিচে অন্ধকার শুধু অন্ধকার আর কোনো প্রেক্ষাগৃহ নেই
বোঁটাতে থরে থরে সাজানো ঝুলে থাকার বিশ্বাস



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন