কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

সরোজ রায়

ফসিল
সরোজ রায়


নিজেই ভেঙে ফেলেছো নিজের স্থাপত্য-কারুকাজ
তুমি আর কখনোই নিজেকে ফিরে পাবে না...

তোমার তর্জনী থেকে ছিটকে পড়ে অপরাহ্ন বেলা
অনিবার্য করে তোলে নির্নিমেষ অন্ধকার
আর কিছু নেই তোমার পুষ্পিত প্রহরের স্বরলিপি
কিংবা সালোক সংশ্লেষের নিজস্ব যাপন

জীবনের সব জলোচ্ছ্বাস অস্তমিত এখন
তোমাকে আর কোনো উদ্দীপনা উজ্জীবিত করে না
নিথর পেন্ডুলামের খন্ডহর হয়ে বসে আছো
পলিপাথরের অকাট্য ফসিল...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন