ধুলো ঝড় হলে যে কী হতো...
কিরীটি সেনগুপ্ত
শেষ আলো কবে দেখেছিল মনে পড়ে না
ভারী হয়ে আছে কাল্-কুঠুরির বাতাসটাও
শ্বাস নেবে কী…
দমবন্ধ; রুদ্ধশ্বাস হলে বোধ হয়
এমনটাই…
মরচে ধরা তালা খোলা মাত্র
হৈ-হৈ; দে-ছুট
নিমেষে তরতাজা দিগন্ত বিস্তৃতি
ভোরের আলোয় স্নান –-
আহ্…
নিষিদ্ধ আপেলে নয়
সৃষ্টির তাগিদ; কামনা
কিছুটা শরীর জুড়ে
অবিন্যস্ত…
অপুষ্টির মধ্যেও তীব্র
চাওয়া-পাওয়ার তোয়াক্কা কোথায়?
অপ্রত্যাশিত গতিবেগ
টুপ্-টুপ্ ফোঁটায় জমে গেল…
কিরীটি সেনগুপ্ত
শেষ আলো কবে দেখেছিল মনে পড়ে না
ভারী হয়ে আছে কাল্-কুঠুরির বাতাসটাও
শ্বাস নেবে কী…
দমবন্ধ; রুদ্ধশ্বাস হলে বোধ হয়
এমনটাই…
মরচে ধরা তালা খোলা মাত্র
হৈ-হৈ; দে-ছুট
নিমেষে তরতাজা দিগন্ত বিস্তৃতি
ভোরের আলোয় স্নান –-
আহ্…
নিষিদ্ধ আপেলে নয়
সৃষ্টির তাগিদ; কামনা
কিছুটা শরীর জুড়ে
অবিন্যস্ত…
অপুষ্টির মধ্যেও তীব্র
চাওয়া-পাওয়ার তোয়াক্কা কোথায়?
অপ্রত্যাশিত গতিবেগ
টুপ্-টুপ্ ফোঁটায় জমে গেল…
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন