কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

ইন্দ্রাণী সরকার

উড়োজাহাজ
ইন্দ্রাণী সরকার


হাতের মুঠোয় সব ভাবনার ছাইগুলো
আকাশের দিকে ছুঁড়ে দিলাম।
দিগন্তের সুর্যডোবা আকাশটা তখন লালে লাল।
আকাশের বুক চিরে উড়ে গেল একটা উড়োজাহাজ।
একঝাঁক পাখি ডানা ঝাপটিয়ে আকাশের ক্যানভাসে
কালো রঙের আঁকিবুঁকি দিয়ে উড়ে চলে যায়।
বৃষ্টি জমেছিল বুকে বহুদিন, বাতাসের আলতো ছোঁয়ায়
ঝরে পড়ল কচুরিপানার পাতায় পাতায় ফোঁটা ফোঁটা মুক্তোর মতো।
চোখের কাজল জলে ধুয়ে একাকার হয়ে গেল,
বাতাসের ঝাপটায় মেঘের ওড়না সরে গিয়ে গোধুলির
আকাশ ভেজা বাতাসের গন্ধ মেখে হেসে গড়িয়ে পড়ল।
উড়োজাহাজ ধীরে ধীরে মেঘের বুক চিরে সুদূর আকাশে
যেন এক অজানার দেশে পাড়ি দিয়ে হারিয়ে গেল।
জানো কী, আমার বন্ধু ওই বিশাল পাখিটায় ভর করে
চলে গেছে দূর, বহুদূর...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন