কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

রত্নদীপা দে ঘোষ

বিছিন্ন
রত্নদীপা দে ঘোষ



বৃষ্টিপাতের গভীরে গড়ে উঠছে শস্যের মতো আকাশ
বাতাসদিনের প্রজনন ক্ষমতা বাড়ছে বই কমছে না...
বসে আছো ওষধির খোঁজে
অবাক বোতাম খুলে বেরিয়ে আসে নক্ষত্র
ক্যামেরার বুকে শ্লিভলেস দুপুর
পালকের আড়াল খুলে কম্পোজ পায়রাদের চুমুবাক্স
কুয়াশার বয়াম অটুট রেখেছে পাখিজেলার রোদগাছ...
যে কোনো গোলার্ধই হাতের তালুতে বড্ডো ছোট
বিষুবরেখায় ওঠানামা থার্মোমিটারের ফিলে
সাপলুডোর পারদকুমারী জানে না জ্বর কত প্রকার...




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন