কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / একাদশ সংখ্যা / ১৩৮

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নবনীত পান্ডে’র কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

নবনীত পান্ডে’র কবিতা         

(অনুবাদ : মিতা দাশ)

 


লেখক পরিচিতিঃ জন্মঃ ২৬ ডিসেম্বর সাদুলপুর (চুরু)। শিক্ষা: এম.এ. (হিন্দি), এম.কম. (ব্যবসায় প্রশাসন), এবং সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতক ডিগ্রি। গত ত্রিশ বছর ধরে হিন্দি এবং রাজস্থানী উভয় ভাষায় লেখালেখি। রাজ্য এবং দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত। প্রকাশনা:-- হিন্দি সত্যের চারপাশে, মিসড রেফারেন্স, কার ধনুকের মতো। মুক্তিবোধ এবং অন্যান্য কবিতা শুনুন, যখনই আমি শরীরে থাকি, নির্বাচিত কবিতা (কবিতা সংগ্রহ), এই আমি, আমরা জানতাম না (ছোট নাটক) প্রকাশিত। রাজস্থানী: লুকমিছানি, লাডেসর (শিশুদের কবিতা), মাটিজুন। দুজো ছেড় (উপন্যাস), হেত রা রং (গল্প সংকলন), ১০৮৪ তম রি মা, মহাশ্বেতা দেবীর বিখ্যাত বাংলা অপূর্বা উপন্যাসের রাজস্থানী অনুবাদ, কেদারনাথ আগরওয়ালের পারিজাত (হিন্দি কবিতা সংকলন) এবং নাসিরা শর্মার পারিজাত (হিন্দি উপন্যাস)। পুরস্কার এবং সম্মাননা: রাজস্থানী ভাষায় লাডেসার (শিশুদের কবিতা), সাহিত্য ও সংস্কৃতি একাডেমির 'জওহরলাল নেহেরু পুরস্কার', হিন্দি কবিতা সংকলন 'সচ কে আস-পাঁস'-এর জন্য রাজস্থান সাহিত্য একাডেমির 'সুমনেশ যোশি পুরস্কার', জওহর কলা কেন্দ্র কর্তৃক পুরস্কৃত ছোট নাটক 'ইয়ে মে হি হুঁ', এছাড়াও 'রাও-বিকাজি সংস্থান, বিকানের' দেওয়া বার্ষিক সাহিত্য পুরস্কার। বর্তমানে: ভারত সঞ্চার নিগম লিমিটেড বিকানের অফিস থেকে অবসরপ্রাপ্ত।

 

যন্ত্র

 ওরা তো তৈরি করেছিল

যন্ত্র  

যন্ত্রকে আমরাই

করে নিলাম হাতিয়ার।

 

হত্যা

হত্যা

মুহূর্তের উত্তাপে সম্পন্ন

একটি অপরাধ নয়

খুব আরামদায়ক

গভীর চিন্তা

পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করে

সম্পাদিত করা

সফলভাবে ক্রিয়ানবিত প্রকল্প হয়

 

খুন শুধু দেহের নয়

চিন্তা

ব্যবস্থা

সামাজিক সম্প্রীতি এবং সম্প্রীতিও হত্যা হয়

 

যদিও আমরা কম

যদিও আমরা

কম

হলেও, 

হাতুড়ি আমরা,

থাকবে সাবধান...

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন