![]() |
| কবিতার কালিমাটি ১৫৩ |
মেঘের স্বরলিপি
(১)
বর্ষায় শীতল ব্রীজে হেঁটে আসছে সিঁদুরমেঘ
রজঃস্রাবের ভিতর এমনি যন্ত্রণা
পৃথিবীর শরীরে যেন ঢেউ মারছে সুনামি
আর নতমস্তকে দাঁড়িয়ে যত বৃক্ষ
সয়ে নিচ্ছে যতটা মহাভারত
(২)
আত্মহত্যা একটি মেঘ ও ল্যাম্পপোস্টের কবিতা লেখে
পাতার উপর একটি ব্যাঙ
পতঙ্গের উড়ানের প্রেমে
হিংসা ভুলে গেলে
রাস্তার চারচাকা এমনি উদাসীন
গতি বাড়িয়ে দিলে একটি ঘটনা
পৌঁছে যায় মর্গের ঠান্ডাঘরে
(৩)
বাতাসে গাছের গন্ধ
অথচ শূন্য এরপর শুধু শূন্য বসে
ফলাফলকে বিষাক্ত করে তোলে
রোদ দেখেছে নৃত্য পটিয়সী ধূলো
আর পাতালের দেবীর উল্লাস
কোনো বাঁশিই অর্ফিয়াস-এর নয়
বৃক্ষ ফেরেনি আর মাটি ভালবেসে
(৪)
স্যালাডের প্লেটে রঙিন কল্পনাকে বুনি
একটি সাদা চাদরে ঢাকা টেবিলে
মৃত মাছেরা মায়াকে জাগায় না
সাদা সাদা ভাতের কণা গায়ে হলুদে
ফিরে যায় পূর্ব বিবাহের দিনে
বিষাদ শরীরকে তবুও খায়

0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন