কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

শুভ আঢ্য

সারসীয়   

(১)

এই সারসের দিনে নৈতিকতা মনে পড়ে
খুব পড়ে যেভাবে অনৈতিক দাঁত 
তোমার স্তনে হিলারির মতো উঠেছিল শীতের রাতে
যেমন 'অউর জায়গা সে মাৎ হিল না' - বলে গুলি চলে
সেরকমই কোনো সারসের রাতে জানালার বাইরে
রুফটপে নৈতিকতা ঝরেছে খুব

যথাযথ অবস্থানে সারসেরা যাতায়াত করে, পোষ মানে
তাদের গায়ে অনৈতিক ছায়ারা পড়ে যেন বা তুমি
পড়েছিলে বিবস্ত্রা পুতুলের মতো দাঁত পড়ে
মাংসের আর হাড় মজ্জার গল্প সারসেরা খানিক
দাঁড়ায়, উড়ে যাবার নৈতিক আবহাওয়া পেতে

(২)

অতিপ্রাকৃত বিনয় বসে আছে
যতটা বসবাস করা যায় সারসের ডানা নিয়ে,
বিস্তারিত হয়ে আছে কোমরে গান্ধার বন...
কোমল সারসেরা দেখে একটি টমেটো রঙা মেয়ে
ফায়ারপ্লেসে সকাল আনছে আমার সব ছবিই
অন্ধকারের, প্রকৃত প্রস্তাবের বিনয় দেখেন অতি
অতীব প্রাকৃতিক সারসেরা উড়ে যাচ্ছে
তোমার নাভির সাত আঙুল নীচে

অথচ সেখানে মৃত পালক ছড়িয়ে রয়েছে
এমনকি আলো ডেভলপও করে তুলছে সেসব ছবিগুলো
Top of Form


(৩)


বস্তুর ভেতরে সারসটি ভাবে,
ওড়ে আর বস্তুটিকেই খোঁজে
দেখো তাদের ডানার তলায় কাঠামোগত
শহরে কসাইও সারস দেখছে, দেখে তো তারও
থাকা হয় বস্তুগত ভাবে বা অভাবে
অতীতের ডাক থেকে তারা ভেসে যায়
চপারের ওপরে হাওয়ার মতো, যদিও বস্তুহীন...
সারসের গলায় বাস্তবিক ছায়া লেগে থাকে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন