কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

ইন্দ্রাণী সরকার

মরা বাঁচার নকশীকথা

কোজাগরী রাতে আমার উঠোনে
পা রেখে দেখি বন্যা হয়ে যায়
পূর্ণিমার চাঁদ আমার দু:খে
জ্যোছনা না এনে সুনামি আনে
আমি ঘোড়ার ডিম আর পাখির
জরায়ু নির্গত ছানা দুটিকে ধরে
বন্যাত্রাণকর্তাদের সাথে পিছু হাঁটি
জল নেমে গেলে আমার ঈশ্বরকে
স্মরণ করে কলমটা তুলে নিয়ে ফের
ছুঁচোর কেত্তন করতে মনোনিবেশ করি

নেই-আঁকড়া
তুমি রোজ দিকে তাকিয়ে কী কথা বলে যাও?
পাতাল থেকে খুঁড়ে আনো জল
বাতাসে ছড়াও বিদ্বেষের বাষ্প
তোমার কি জীবন নেই,
জীবনে কোনো সাধ আহ্লাদ নেই?
কীভাবে তুমি কবর থেকে তুলে আনো
মৃতদেহের সম্পত্তি?
দু’হাতে শুধু ছাড়াও গরল  
বরং একটু ঘুরে বসো অন্যভাবে
সব কিছু এতটাই মন্দ নয়
যে ভাবে তুমি এন্যাটোমি করো
তুমি তো একজন মানুষ  
কোনো ভদ্র পিতামাতার সন্তান
কিছু ভরসার কথা দাও
একই টার্গেটে তীর ছুঁড়ে ছুঁড়ে ক্লান্ত হও না?
তোমার মুখের সেই বরাবরের
উজ্জ্বল হাসিটা নীলিমায় ছুঁড়ে দিয়েছো?
দাঁড়াও একটু, কার গায়ে রোজ ঢিল মারছো?
নিজের, হ্যাঁ নিজের, কিছু অজ্ঞ আর অন্ধ মানুষের কাছে
নিজেরই রোজনামচা আর নেই-আঁকড়া স্বভাবের গান গাও


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন