কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

শর্মিষ্ঠা ঘোষ

হ্যাঁচ্চো  


এখন তাহার পেট ভরেছে
দুধ খেয়ে মুখ মুছে ফেলেছেন
চোয়া ঢেকুর তুলতে তুলতে বাত ঝাড়ছেন
সেই ফুসে বাতি নিভছে
ঝাঁপ বন্ধ হচ্ছে
চা বাগানের মৃত্যুমিছিল অব্যাহত
বারো থেকে আটাত্তর মাংসের পিন্ড শুধু 
সব সাজানো 
কথা হবে না
আগুনেরও আরেক নাম চক্রান্ত
শ্রী উড়ছে আকাশে বাতাসে
খপ করে করে ধরছে গরু ছাগল
গপ গপ করে নোট চিবোচ্ছে ঘোড়া
পাবলিকের  আবার পছন্দ
পেট বড় বালাই ষাট!
মান ধুয়ে জল খায় পিপিলিকা
ওদের ডানা গজায়
মাথায় পিস্তল ধরলেই বাপ বাপ করে লাট খায়  আহা, ছোট ছেলে 
বকে দেব
আপাতত দুদু খাক সবাই
তিনি ভগবানের হয়ে ভবিষ্যতৎবাণী করছেন
চপে ঢপে এগিয়ে আমরা
এই... হ্যাঁচ্চো...


হালুম!  


উফফ্! সবসময় খালি হালুম হুলুম খেলুম খেলুম!
এত নোলা কেন আপনার!
অনেকদিন অপেক্ষা করতে হয়েছে লাইনে, তাই? দেখবেন, ভুখা পেট রইয়ে সইয়ে খাওয়াতে হয় বদহজম-টজম না হয় আবার
আর ইয়ে মানে, খাবারও বাছ বিচার নেই দেখছি
যা পাচ্ছেন উদরে চালান করছেন
কেড়েকুড়ে হলেও সই
ধাপ্পা দিয়ে হলেও সই
বাটপারি করে হলেও কোনো ব্যাপার না  
এটা সুস্বাস্থ্যের পক্ষে কতটা ভালো বা মন্দ আপনি নিশ্চয় কন্সাস
এত মাইল মাইল দৌড় আর কী সব যেন পতঞ্জন...
আমি আর কী বলব, আপনি তো সবজান্তা  
ইয়ে মানে, শেষে একটা গোপন কথা বলি
কন্সট্যান্ট রগড় জোগানোর ডন্য ধন্যবাদ!


বদল


কেউ বদলায় না
কেউ বদলাবে না
তবু কিছু সম্পর্ক হবে আর ভেঙে যাবে
মানুষ ইলাস্টিকের মতো টেনে যাবে নিজেদের  
দেয়ালে আছডে পড়বে কান্নার ক্রিস্টাল
তুমি কি আশা করেছিলে? নিয়মিত হ্যা হ্যা যাপন?
নিয়মিত কৃতার্থ হওয়া অবশেষে তুমি এলে বলে?
কথার ভেতর ঢুকে যাচ্ছে সময়
সময় ডিঙোতে ডিঙোতে পড়ে ফেলছি দেশ
এই তো আমাদের থাকা এই তো ভালো থাকতে চেয়ে ছটফট
মায়ের চোখের নীচে কালি, তোমাকে বলি
মেয়ের প্রথম ঋতুস্রাব সেও বলি তোমাকেই
আমার দিন টুকটুক করে লাল গোলা আনতে যাচ্ছে
স্বপ্ন থেকে জেগে উঠি আবার ঘুমোতে যাই
চোখে কার নিঃশ্বাস লাগে, তুমি হও, প্লীজ ওটা তুমি হও
আমার বড্ড জ্বর পাচ্ছে বড্ড তুমি পাচ্ছে বড্ড ন্যাকামি পাচ্ছে বড্ড নাটকীয়তা


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন