কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

দেবাশিস মুখোপাধ্যায়

 

কবিতার কালিমাটি ১৩৪


পঞ্চক

 

(১)

 

লাইনের কাছে সূর্য ঝুলে আছে

এভাবেই তোমার বিকেল

পালক উড়তে উড়তে ফেরা

গাছের শরীরে

ঘুম

 

(২)

 

বুদ্ধ

শান্তি হারিয়ে

নীরব অশ্রুর আশ্রয়ে

রক্তের ছড়িয়ে পরা দ্রুতগামী

মানুষের কানে কানে এখন ব্লু-টুথ

 

(৩)

 

ঘোড়ার নাচ

জমে উঠেছে দুপুরে

কুমারী জানে তার ভবিষ্যৎ

ঘোড়াটিও জানে দৌড়েই তার শেষ

সুযোগ

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন