কবিতার কালিমাটি ১৩৪ |
পরাগের বিছেহার
(১)
অশ্রুরাগের সাজ
এক উশখুশ
জলের
ধারণা
বিলি কাটে।
রেণুদের মলিকুল
ভেঙে রোজ
আতরচুম্বন
দেখি
শিরোনাম খুলে
ঝরনাবেহাগ।
এই পথিকানা মোড়
সমাহার
দ্বিগু
সন্ধি বিষাদে
তুমি বিছিয়ে রেখেছো
পরাগের
বিছেহার…
(২)
শিরীষের দক্ষিণ
ছাই ছাই
এলানো
ঝিলিক ডেকে।
চিলতে চিকন উরু
থেকে উড়ু উড়ু
কুঞ্জের হা
আর
পর্দানসীন
আঙুল ডুবে
হচ্ছে কি হচ্ছে না।
একঝুঁটি বিকেল
ইনিয়ে
মুখর
হাঁটছে
নিখাদের
তাঁবুতে…
(৩)
মহল্লার চোখ
এক্কাদোক্কা
আমরা লুকিয়ে
খেলছি
চেনা
অন্ধকারগুলো।
এই অন্ধ মোহরে
সাঁতার ডিঙিয়ে
আখতারি মুহু
দরাজ হলো না।
তবু নীলিমার ঠোঁট
ভিজে
জিভের নাগাল
উজান বর্ণ।
খুলতে খুলতে
জোড়
ভাঙা
এই
একটাই
বাহান্ন…
কাটা কাটা ব্যঞ্জনাময়।খুব ভাল লেখা চিত্ত।
উত্তরমুছুনআহা ❤️
উত্তরমুছুনদুর্দান্ত লেখা। সেলাম চিত্ত।
উত্তরমুছুন