কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

অমিতাভ সরকার

 

কবিতার কালিমাটি ১৩৪


আসল পাওয়া

 

(১)

 

চোর ভাবে রোদ হাসি বেশ দিন যায়

মেঘের আড়ালে চাঁদ সে কি টের পায়

সুযোগ-



আকাশে সেও রোজ আলোময়

এইভাবে মন-চোর নিজে চুরি হয়।

 

হঠাৎ দিনের বেলা মেঘ-রোদ্দুর

চুরি করা চোরের আজ আনমনা সুর

তবুও স্বভাববশে মন রোদ চায়

 

আকাশে বৃষ্টি-ব্যথা ধূসর গহীন কথা

সারাবেলা জল ভেজা ছল সেই পায়।

 

(২)

 

তখন সন্ধ্যাবেলা ললাটে চাঁদের খেলা

গোধূলি লগন ছবি সে রাতের গায়

প্রকৃতি জীবনরবি স্তব্ধ স্নিগ্ধ ছবি

মাঠ নদী আলো মাখে একলা যে নাঁ-য়।

 

আজকে চোরের সাথে দেখা পড়া হাতেনাতে

ভালোবাসা পেয়ে চোর চাঁদকেই চায়।

 

(৩)

 

জীবন চোরের মত ভয় পেয়ে অবনত

বিজয় পথের চলা এগিয়ে থামায়

মনটার মন ভালো তবু চায় ঝুল কালো

তাই তো সুবিধা ধুলো দু-হাত বাড়ায়।

 

ছোটো পাওয়া নিয়ে বাঁচা চাওয়াটাই বেশ কাঁচা

তাই তো আসল পাওয়া দূরে চলে যায়।

 

প্রকৃতি অচেনা মন জোর নিয়ে কথা শোন

তাহলে যদি বা পাওয়া সেই তো তাড়ায়।

তখনি পাওয়ার পাওয়া জীবননদের বাওয়া

খেয়াতরী পারে যাওয়া তাঁর ইশারায়।

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন