কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

তপজা মিত্র

 

কবিতার কালিমাটি ১৩৩


পলাশ

 

ফুল হয়ে ভেসে যাচ্ছিলাম, তুমি

জল থেকে তুললে, বীণার তারে

বাঁধলে, আসনে তোমার ফুলের গন্ধ

 

দুই হাতে ফুলের হার, সাজি।

 

মহাসমুদ্রে পলাশ রঙের আলো

সব গান প্রাণ পাচ্ছে বীণায়, সব

 

ফুল মহাসংগীতে একতারা, দোতারা।

 

জল

 

যে জলে ভেসেছিল ঘরবাড়ি

সেই জলেই ফেলেছি শ্লোক

আনন্দ, বিষাদ, রাগও,

 

এখন স্নান করছি মুক্তহীন

 

শুদ্ধতা তে খুঁজে পাচ্ছি প্রশান্তি

অবগাহনে বাজছে সুর

 

সুরে সুরে গান গাইছে অশ্রুজল।

 

মায়া

 

মায়ায় ছিলে তাই ছুঁতে পারনি

ঈশ্বর, অর্ঘ্য পড়ে আছে,

মন্দিরের চৌকাঠ ডিঙিয়ে

 

আত্মা ও পরমাত্মার ঘটেনি মিলন,

 

ছন্দহীন তালহীন বেসুরো গানে

তানে প্রাণে লয়ের উচ্চারণে যে

 

বিভ্রম তা মায়া, মোহ, জিঘাংসা।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন