কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১৩৩


আশ্বাস

 

যাবতীয় সময়কে হারিয়ে যেতে দেখলে, ভাবনারা একান্তে নাড়িয়ে দিয়ে যায়! অনুভবে শুধু নীরবতা কাজ করে যায়! হেমন্তের রাত নিঃশব্দে পুড়তে থাকে! সাক্ষী শুধু অনন্ত ক্ষুধা... তুষের আগুনের মত জ্বলে পুড়ে আর মৃত্যুকে পাহারা দেয়...

 

জেগে থাকি একা জীবনকে স্পর্শ করে... প্রার্থনা করি নীরবে... আর কেউ যেন অকালে হারিয়ে না যায়!

 

অপেক্ষার বাঁশি

 

কাল অপেক্ষা কড়া নাড়িয়ে ছিল... কেমন আছেন? মৃত্যু পর্যন্ত ভালো থাকার অঙ্গীকার তো করাই ছিল! তবুও ভুলে ভুলেই ইচ্ছাকৃত এই প্রশ্ন সমস্ত শ্লোকের মতন উচ্চারিত হলো যেন নিজের কাছে।

 

একেকটা দিন এক এক রকমের খবর নিয়ে আসে আজকাল! কোনও দিন দুখজাগানিয়া কোনও কোনও দিন সুখের রাত্রির আবরণ যেন! আজ অবিশ্বাস ছুঁয়ে গেলো এমন! মন খারাপের স্পর্শ ঠিক যেমন!

 

যে ভুলে ভুলুক আমি যেন না ভুলি অপেক্ষার বাঁশির নমস্কার! না! না! অপেক্ষার আবাহন! ভালো থাকবো আমরণ। ছুঁয়ে থাকা আজীবন।

 

বয়স

 

ঘুম থেকে আজকাল অনেক দূরে আছি

পাখিরা ফিরিয়ে দিচ্ছে সব ভোর।

এলবাম থেকে ছবিগুলো সব হারিয়ে যাচ্ছে

জীবন এখন শুধুই ফরেন্সিক রিপোর্ট!

 

অচেতন

 

পৃথিবীর যখন গভীর অসুখ

ছায়াও ফিরিয়ে নিয়েছে মুখ!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন