কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

কবি বুদ্ধিলাল পালের কবিতা

 

প্রতিবেশী সাহিত্য


কবি বুদ্ধিলাল পালের কবিতা


(অনুবাদ : মিতা দাশ)




 

কবি পরিচিতিঃ জন্মঃ ১৩ জানুয়ারী ১৯৫৮, গ্রামঃ ভমাড়া, জেলাঃ ছিন্দওয়ারা (এমপি)। তাঁর প্রকাশিত রচনাঃ দ্বয়ভাব (কাব্যগ্রন্থ), মাটিতে চাঁদ (কাব্য সংকলন), একটি আকাশ ছোট (কবিতা সংকলন) রাজার পৃথিবী (কবিতা সংকলন)। তিনি সংবর্ধিত হয়েছেন সৃজনগাথা সম্মান ও সভ্যশচী সম্মানে। কর্মজীবনে ছিলেন পুলিশ কর্মকর্তা।

 

রাজার ন্যায়বিচার

          

রাজা

যার মাথায়

মুকুট আছে

 

মুকুট অর্থাৎ

অত্যাচারের লাইসেন্স

লাইসেন্স অর্থাৎ

বিলাসিতা এবং সুবিধা

সুবিধা মানে রাজা

 

রাজা অর্থাৎ

রাজার প্রজা সুখ

সুখ সেটাই

জয় জয়কার

জয় মানে

রাজার অহংকার

অহংকার মানে

জনসাধারণের সাথে ব্যভিচার

 

ব্যভিচার মানে

রাজার বিচার!

 

ঘটে ঘটে

           

রাজা

আমাদের খাদ্য এবং পানীয় মধ্যে

দৈনন্দিন জীবনে, মিটিংয়ে

পোশাকে, স্বরে

আচরণে, বিচারে

এমনকি

আমাদের নিঃশ্বাসেও

 

তিনি সর্বত্র

কিন্তু দৃশ্যমান নয়

 

রাজা

অদৃশ্য, নিরাকার

ঘটে ঘটে স্থাপিত

 

শুধুমাত্র পুরুষ ছিল

 

সভ্যতায় প্রেমকে

কখনও দেয়ালে জীবন্ত কবর দেয়া হয়,

কখনও তাদের ফাঁসি দেওয়া হয়,

কখনও তাদের পাথর দিয়ে আবার কখনও চাবুক দিয়ে শাস্তি দেওয়া হয়

সেই সমস্ত শাসকরা ছিল নৃশংস, হ্যাঁ, তারা কেবল মাত্র পুরুষ ছিল।

 

প্রাসঙ্গিকতা

 

উপজাতীয় যুদ্ধে

গোষ্ঠীপ্রধান

রাজা হয়

 

জাতের মধ্যে তাদের সামন্ত প্রভুরা

রাজা হয়

 

ধর্মে তাদের মহান নেতারা

রাজা

 

এই সবের মাঝে

গরীব মানুষ

কোথাও নেই।

 

 


1 কমেন্টস্: