কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

বিমান মৈত্র

 

কালিমাটির ঝুরোগল্প ১২২


ডিভ অফ্ কনভেন্স বিটুইন সুখ আ্যন্ড শাড়ি

যেহেতু, অস্থিরতার মাসিক ও মানসিক স্বপ্নগুলো গুগল ট্রান্সলেটরের অসদবিম্ব প্রিন্ট আউট, সুনামী প্রকাশক মোতাবেক বোতল, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, কিম্বা সরাসরি সরলগদ্য এবং মেনুকার্ডে মরুভূমি, জ্যোৎস্না, মনমোহন বালুসাই, বেলিড্যান্স এই সব দেখে ভাড়াটের প্রি-ম্যাচিওর্ড কাউন্টার পার্টনারের অন্দরসজ্জার বিপত্তির দায় ঘন ঘন লোডশেডিং-এর উপর বর্তায়, অগত্যা বিপদত্তারিণী অনুযায়ী, ও মশাই শুনছেন, এমতাবস্থায় এটাই দস্তুর, এখানে ভোল্টেজ স্টেবিলাইজেশান একমাত্র পথ, ভালো এবং সুস্থ  সোনার হরিণ চুক্তিনামা হোটেল ক্যালিফোর্নিয়া আটোলেই হতে পারে, যেখানে চক্রব্যূহ কটেজে আমাদের অপারেশন থিয়েটারে সাজো বা সাজাও নাচো বা নাচাও, যেমন খুশির কপিরাইট গাইনো সমার্থক, ঘরভাড়া, যুদ্ধাস্ত্র, বৃষ্টিপাতের কপিরাইট পরিচালক সমার্থক আর এক্সিট পোল নো ভ্যাকান্সি সমার্থক তারপর ডিম ভাঙবে কি, ডিম এখন বিস্ফোরণের ধুলো-ঝড়, সূর্যাস্তের হে ভিবজিয়োর রাজহংসী, তোমার অন্তমিলের গমন জাহান্নামের রেডবাসে হাতপাতা, রাতভর পরিশ্রমের পর ঝর্ণা ঘি, পোড়া বেগুন, কী আনন্দ কী আনন্দ, রাধাগোবিন্দ রাধাগোবিন্দ, জমি বাড়ি, নতুন ঘরভরা চেক নয়, চাকরি নয়, আন্নাকালী  ওরফে শাড়ি কোন ছেঁড়া বন্দুক নয়, উর্দি নয় বরাভয় দিলেন দিদিমনি, আমি তো আছি যা এখন খোলা বাজারে তার মানে

সুখের ঘরে বাজিমাত

শাড়ির ঘরে বজ্রপাত

আন্নাকালী মাথাটি নীচু করে সব শুনলে, ঝুরিভরা দেহটা টানতে টানতে ভিতরে ঢুকলে ও অন্তরে মুখ গুঁজে চোখের জল ঝেড়ে উঠে দাঁড়ালে, তারপর সটান বললে, সেটি হবে নে, এ আটোলের মাছ নয় হে গতরের গাছ, ঝোড়ো ডালের ঝাপটে কত সংশোধনেরও সংশোধন ঘটিয়ে দিলুম আর তুই এলি কিনা এই তেলি গাইনীকে নিয়ে আমার হিস্টোরি পত্তে এভাবেই -- শুরু হয়:

তারপর, যেহেতু--


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন