কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১৩২


বিপ্লব

সারি সারি দাঁড়িয়ে আছে বহু নগ্ননারী। বেয়নেটের খোঁচা খেয়েও অটল তারা। ধীরে ধীরে সবাই মানচিত্রের আকারে নিজেদের অবস্থান ঠিক করে নিল। দেখলাম, প্রতিটি নগ্ন নারীর বুকে মণিপুরের নক্সা আঁকা।

যে দ্রোহকালের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, তা লেখা থাকবে রক্তে রাঙা এই দেশের মাটিতে! পারলে মুছে দেখাও হে রাষ্ট্র!

 

বিষাদের জলচিহ্ণ

অদেখা পৃথিবীর কান্না

স্বপ্নের মাঝে কুসুমিত হয়।

রক্তের মধ্যে সিম্ফনি বেজে

যায় একটানা…

 

রঙীন উপত্যকার খোঁজে

নীল দুঃখে ভিজে ভিজে

চলি অচেনা অস্পষ্ট পথে।

 

নিজেকে নিশিপদ্ম মনে হয়!

রাতে ফুটে রাতেই ঝরে যাওয়া

শিখে নিতে হবে ধীরে ধীরে!

 

বিষাদের জল... চিহ্ন রেখে

শুকিয়ে যায়, বিষাদ কাব্য

লেখার আগেই...

 

যন্ত্রণার ফাঁকে কুঁড়ি মেলে

তবুও ভালোবাসা। আবেগের

পৃষ্ঠাতে লেখা থাকে শুধু

বিষাদ চুম্বনের কথা...

 

বোধ

বুঝতে পারিনি রূপান্তর।

জীবন এক আদিম সঙ্গম।

ইচ্ছেরা লাগামহীন!

 

মিলবে না মিলবে না

অঙ্ক কোনোদিন!

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন