কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

মৃণালিনী

 

কবিতার কালিমাটি ১৩২


অনুভূতি

ভালোবাসাহীন শরীর যৌনতার বশীভূত পশু

যদি না হও কোন পুরাণ মহর্ষি, মিথ!

প্রেম প্রেম খেলা - জলজ ও স্হল

আফ্রিকার সাপের শরীরের খোলসের ছায়া

অভিজ্ঞতার পুর চামড়ায় পুরু চশমায় আঁচড়ানো মায়া।

 

খোলা সাগরে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ভাসিয়েছিল

রোজা কাবারকাসের গুপ্ত কুঠুরিতে

বারবার

বারবার

নব্বই বছরে যৌনতা উত্তপ্ত কামহীন পলাশ

চেতনার রঙে প্রশান্তির আলাপ।

আনমনে প্রেম বাসা বেঁধেছিল

যৌন আবেদনে সাংকেতিক গোলাপ।

 

দেলগাদিনা অনুভূতির প্রতিমূর্তি

ভালোবাসার প্রবেশে যৌনতা মুখ ঢাকে লজ্জায়

একের প্রবেশে অন্যের নিকেশ অবশ্যম্ভাবী

ভালোবাসা!

ভালোবাসা পরম পবিত্র এক স্বর্গীয় অনুভূতি।

 

একটু দাঁড়িয়ে দেখো

একটু দাঁড়িয়ে দেখো মানুষ আজ বড্ড অসহায়

হাই-ডিমান্ডিং মিউট কনফিউশন

একমিনিট অন্য মিনিটে পরিবর্তিত হলে

ডিমান্ড সম্পূর্ণ নতুন রঙ ঢঙে

যেন আবার নতুন করে চলা।

 

কী চাই আর কী পেলাম এর- এ-এ-এ

ব্যর্থ ব্যস্ত কনফিউশন-এ

চোখের সামনে ভেসে ওঠে বিশ্বাস।

নিরাকার অথবা তেত্রিশ কোটি বিগ্রহ

মিরাকেলের আশায় সত্যির টুঁটিতে তালু

মিথ্যার খোলসে বাহানা, অজুহাতের সঙ্গে সঙ্গীর হাত।

 

একটু দাঁড়িয়ে দেখো মানুষ আজ বড্ড অসহায়

অতৃপ্ত চাহিদার বিষণ্ন বোধের দুয়ার

মূক, ক্রুদ্ধ, ক্লান্ত, বিপন্ন মানুষ আজ বড্ড নিঃসঙ্গ

একটু দাঁড়িয়ে দেখো মানুষের খোলসে প্রানবন্ত কঙ্কাল।

 

ম্যাট্রেস

ম্যাট্রেস টানটান সেগুন কাঠের শরীরে

পা-দুটো নেমেছে পীচের রাস্তায়

শহরের গাদাগাদি তেলো ঘামের দুর্গন্ধ

শরীরের পাশ ঠেলে পা চলছে

সঙ্গে চলছে শরীর

দুদিকের দোকানপাট ছাড়িয়ে

ছায়া বড়ো হতে হতে ক্রমশ ছোট হয়ে মিলিয়ে যাচ্ছে

মন সাজিয়ে নিচ্ছে উপসংহারহীন কাজের তালিকা।


আবহাওয়া বদলে দিয়েছে জ্যামিতিক দৃষ্টিকোণ

পায়ের ছাপে অস্পষ্টেও স্পষ্ট হয়ে মেঠো পথে শ্রীলক্ষ্মী

শহর গ্রাম মিশ্র জনবসতির চায়ের ঠেক থেকে

উঠে আসে চোখের নির্লজ্জ ইঙ্গিতময় ইশারা

পিপাসার্ত চাহনি দেখতে দেখতে একদিন

কিশোরী মন মহিলা হয়ে ওঠে

নগ্ন ম্যাট্রেস রাত দুপুরের নির্জনে

মগ্ন রাতের ব্যর্থ প্রলাপ বকে চলে।

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন