কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

কবি শার্ল বোদলেয়ার-এর কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

কবি শার্ল বোদলেয়ার-এর কবিতা          

(অনুবাদ : বাণী চক্রবর্তী 

 




কবি পরিচিতি : শার্ল বোদলেয়ার (জন্ম ৯/৪/১৮২১ – মৃত্যু ৩১/৮/১৮৬৭) প্যারিসে জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য কবি হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন। জটিল অনুভব, আধুনিক বিষয়বস্তু  রিদম এবং রাইমে উৎকৃষ্ট হয়ে উঠেছে। কবি ছাড়াও তিনি একজন বিশিষ্ট প্রাবন্ধিক, সমালোচক ও অনুবাদক ছিলেন।

 

সরগম 

প্রায়শই সঙ্গীত আমাকে সমুদ্রের মত

গ্রাস করে নেয়… আচ্ছন্ন হয়ে থাকি

নিমজ্জিত সুরে!

এক রহস্যময় ছাদের নিচে,

ছেয়ে থাকা মৃদু বাতাসে নৌকো ভাসিয়ে দিই

আমার এই পৃথিবী আবছা হয়ে যায়!

 

শুদ্ধ হাওয়ায় প্রসারিত ফুসফুস

এবং প্রসাধিত বক্ষ নিয়ে

ভাসতে চাই…

স্তূপীকৃত বালিশের ওপর ভর দিয়ে

আনমনা অবকাশে!

 

অনুভব করি…

দুরন্ত ঝড় বৃষ্টিতে নিচে নেমে আসা

আকাশের নিচে

দু:খগুলো ভেতরে উঠে আসে

একটা বিষণ্ণতার জাহাজে!

 

একটা সময়ের পর…

শরীর স্নেহের স্পর্শ দেয়

শান্ত সরোবর অথবা স্বচ্ছ আয়না

দূর করে দেয় হতাশার আস্তরণ!

 

বুঁদ হয়ে থাকো

সর্বক্ষণ মাতাল হয়ে থাক…

এটাই সার কথা, একমাত্র পথ!

যাতে সময়ের দু:সহ বোঝা

তোমার মেরুদণ্ড ভেঙে বেঁকিয়ে দিচ্ছে

সেটার অনুভব করতে না হয়!

ক্রমাগত মত্ত হয়ে থাক।

 

কিসে মাতাল হবে?

সুরা, কবিতা অথবা ভাললাগা কিছুতে!

যা তোমার ইচ্ছে, কিন্তু নেশাতে বুঁদ থেকো।

 

কখনো প্রাসাদের সোপানে…

সবুজ ঘাসের গালিচায়…

চার দেয়ালের বিষণ্ণ শূন্যতায়,

যদি হুঁশ আসে… নেশা কেটে যায়,

প্রশ্ন কোরো বাতাসকে, তরঙ্গকে,

নক্ষত্রদের, পাখিদের, ঘড়িকে… অথবা

যা কিছু উড়ুক্কু, গর্জনশীল, যা গান গাইছে

কথা বলছে… জানতে চাও

"এটা কিসের সময়?"

হাওয়া, নক্ষত্র, পাখি উত্তর দেবে…

''এটা মাতাল হওয়ার সময়!

ক্রমাগত মাতাল হয়ে থাক যাতে

সময়ের দাসত্ব করে শহীদ হতে না হয়!

সুরায়, কবিতায় অথবা অন্য কোনো

ভাললাগার টানে মাতাল হয়ে থাকো

বুঁদ হয়ে থাকো নেশায়!''

 

অপ্রতিরোধ্য

আমি তোমাকে শ্রদ্ধা মিশিয়ে ভালোবাসি

রাতের স্বপ্নে উত্তরনের মত!

ওহ! খুব কম কথাই বলি

বিষণ্ণতার আধার প্রসঙ্গে  

তোমাকে ভালোবাসি অপরূপা…

যতই তুমি দূরে পালাতে চাও!

 

তোমাকে যত মনে করি…

রাত আলোকিত হয়!

উফফ কিন্তু বিপরীত ভাবে দূরত্ব  

দ্বিগুণ তিনগুণ বাড়তেই থাকে।

যা আমার বাহুকে গভীর ব্যথায়

নীল করে তোলে!

 

প্রতিক্রিয়া জানাতে চাই

গভীর আঘাত করে…

যেমন করে একগুচ্ছ ক্রিমি

মৃতদেহ আক্রমণ করে

উপভোগ করি অপ্রতিরোধ্য

নিষ্ঠুর প্রাণীগুলোকে!

 

শীতলতা, যা তোমার তৈরি… তোমাকে

সুন্দরতমা করে তোলে আমার কাছে

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন