কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ধীমান চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১৩২


দৃষ্টি - ১

তোমার হিংসাগুলো সেলাই করছি। ভাষাও।

নট - ফর - সেল লেখা সকাল।

ছায়াময় লেজের ঝাপট।

আটচালাতে জল পাখি।

লাই পাওয়া চিবুক।

বিলি কাটছে আটজন ছায়া। তার জল।

বৃষ্টি থেকে রং তুলে মাতোয়ারা,

হত্যাকারী আঙুলের ছাপ ।

বাগানের কালো সংগীত ।

অনেকদিন তাকিয়ে ছিল।--

আত্মহত্যা অনুবাদের দিকে।

 

দৃষ্টি - ২

পৃষ্ঠা উল্টালে।

কোনও কিছুই আর দূরে নয়।

হাত হারিয়ে । ফুলদানি হারিয়ে ।

বিবাহ প্রস্তাব পরিষ্কার করি।

ভিস্তিওয়ালা জলের সাথে

রাত্রি দিয়ে গেল । অনন্ত খুললে

সন্ত এবং পরি । নিখিল, হাসপাতাল

ও বিবাহ ছায়াপথ একটু এগোয়।

শান্ত টিয়া। আবোল তাবোল গাইছে।

সীতাহার । জীবন গাইছে।

 

দৃষ্টি - ৩

দিলরুবা গাইতে গাইতে।

কাচের বিড়াল হলে।

কবেই তো ডুবেছি।

জাহাজ বলে ডাকতেই পারো।

ভাঙা পায়ে নিশি।

ডাকে দিয়েছিল একপাটি জুতো।

সঙ্গে শ্যাওলাময় হ্যাজাক।

দিলখোলা মুসাফির ট্রাম।

এগোচ্ছে না পিছোচ্ছে ।

ভেবেই পাচ্ছি না।

কীভাবে কেঁদে উঠবো!

আপেলের খোলা স্তনে হাত রেখে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন