কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

পাপড়ি গুহ নিয়োগী

 


কবিতার কালিমাটি ১১০


নদী

 

সাঁতার কাটতে গিয়ে দেখেছি

সাঁতার শুধু একার নয় , জলেরও

কেউ কাউকে বেঁধে রাখতে পারে না হয়তো

একটা শহর হয় না। ঘর হয় না

কিন্তু নদী একটাই...

 

অর্গ্যাজম

 

প্রতিটি ভ্রমণ আমাদের গোপন মৃত্যু

ঠোঁট পেরিয়ে জরায়ুর খিদে ঠিকরে ওঠে

ক্লিভেজ জুড়ে বুনো গন্ধ

ঘোলা মুগ্ধতায় ভিজে যায় স্বর্গনদীর নাভি

 

তারপর, ধানে দুধ আসে

মাটি কাছে টানে

অর্গ্যাজম শেষে অদ্ভুত শূন্যতা

 

আকন্ঠ তৃষ্ণার্ত আমি নগ্ন পায়ে

ভ্রূণের ভাষা বুঝতে চাই...

 

গাছ

 

বালিশভর্তি দীর্ঘশ্বাস নিয়ে ভোররাতে কান্না পেলে

গল্পের হাত ধরে বাকলে জড়িয়ে যাই

রোদেরও কষ্ট হয় পাতাহীন ডালে

 

পরিযায়ী ব্যাকুলতায়

পারফিউমকে মাঝে মাঝে গাছ বলে ডাকি

 

 আশ্রয়

 

এত ভালোবেসেছো

শহর ভুলে গেছি

 

ঘুমে চমকে উঠি

নদী আছড়ে পড়ে ঘাসের জিভে

 

এদিকে ছাদ ভর্তি সম্পর্কের রেলিং

সিঁড়িতে চোঁয়ানো জলের দাগ

চিলেকোঠায় ঘুড়ি। টমেটো। চাঁদের কান্না

প্রচণ্ড চাপে ফসিলে পরিণত হয়েছি কতবার

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন