কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

সমরেন্দ্র বিশ্বাস

 


কবিতার কালিমাটি ১১০


জীবন

 

জন্মই আমাদের আজন্মের অধিকার -

সান্ত্রীর পাহারায় রাখা এই প্রিয় কথাগুলোকে

লোহার গারদ থেকে উঠিয়ে

এখন শুকিয়ে নিচ্ছি আগুনে, চুপিচুপি চাঁদের আলোয়!

 

পুরনো বন্ধুরা

 

যারা আসবে বলেছিলো

তাদের চিঠিতে আজ ঝরা পাতার বাদামী শব্দ।

 

তবু অপেক্ষায় থাকি, এলে দেখা হবে

শনের চালার নীচে, বাঁশের সাঁকোর পাশে

ইঁটের পাঁজর বের করা দেয়ালের ধারে

আমরা পাশাপাশি চা খাবো

ছানিপড়া চোখে এ ওর দিকে তাকিয়ে দেখবো

যদি দিগন্তের আকাশপটে একবারও ফিরে আসে

পুরনো দিনের ক্রান্তিকথা!

 

টেলিফোনের শব্দে আজ অশ্বক্ষুরের নীরবতা,

বিবর্ণ পোষাকে হেমন্তের রোদ!

 

পাখির শিস

 

আমার ভাবুক অরণ্যের পাশেই ছিলো হলুদ পাখির শিস!

একদিন সবুজ বাগানে যাবার রাস্তায়

ধাবমান চপ্পলের শব্দ থামিয়ে

যে পাখিটা আচমকাই শিস দিয়েছিলো

তাকে আকাশে অনেক খুঁজেছি।

আজকাল পাশের বিল্ডিং-এর জানালা থেকে

পাখির শিস-এর বদলে

কখনো কখনো হারমোনিয়ামে ভেসে আসে

ধূসর পালকে ঢাকা ক্লান্ত মেয়েটির

পাখি-জীবনের গান!

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন