কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

দেবাশিস মুখোপাধ্যায়

 


কবিতার কালিমাটি ১১০


দিন রাতের উপাখ্যান

 

(১)

 

দিনের কাপালিক পাচ্ছে

গাছ হাহাকার শব জাগায়

টুকরো টুকরো পাখি

বিড়াল ইচ্ছের বাইরে ডানা আঁকে

নীরব শব্দের পুকুর চুরি

হয়ে যায় মর্জিনার

ভাবনার ভিতর অবিভক্ত ভুট্টা সিরিজ

এই সব পোড়ামাটির কারুকার্য

রাতভর কষ্ট বুনে

ভোর ভেঙে সাপের চলনে

খোলোসগুলি প্রাণহীন কাদায়

আঁশগন্ধে মাটির বদনাম

 

(২)

 

আকাশের বিছে বিছানা পাতছে চোখে

এই ছাদ শ্যাওলা মেনে ঘর করে

আর রাতে পরকিয়ায় কালপুরুষ

বাতাসে নাবিক গন্ধ তবুও পতিত জমি

আবাদের নেশায় আঁকড়ায়

আধফালি চাঁদ আর অখিলবন্ধু

মশলার গন্ধ নিভে এক অন্য আগ

ঢেউ ঢেউ ওঠানামা নামতার শীৎকার

 

(৩)

 

একলা রাত্রির কিশোরকুমার

নৌকার ভাটিয়ালী মাঝি ছাড়া

বন্ধ দরজা খুলে উড়িয়ে দিয়েছে

ছেঁড়া খবরের কাগজ রক্ত বন্দুকের

কঠিন মুখ

ঝরঝর চোখের ভাব ব্যাকরণের বাইরে

সমস্ত ঝোপের জোনাকি

হেরে যায় অসুস্থ তালিবান অন্ধকার

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন