কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

শ্রাবণী সিংহ

 

কবিতার কালিমাটি ১০৯


প্রবল শৈত্যের দিনে

 

পাড়ার আগুন নেভাতে এসেছে দমকল। বুকের ভেতর আগুন তো নেভে না। এরই নাম দাবানল।

গ্লোবাল ওয়ার্মিং প্রবল শৈত্যের দিনেও...

 

ঋণ টুকে রাখছে লাল নোটবুক... লাল কাপড়ে

জালিকাট্টু পরব দিনের

দুরন্ত ষাঁড় ক্ষেপিয়ে

পিছনে ছু্টছে সবাই

পরমার্থবাদ ও ঐতিহ্যের নাম দিয়ে

উন্মত্ত সহিংস্রতার আগুন

ঠেকানো কঠিন

নেভানো কঠিন

 

কাজল ও রেখায়

 

চোখ ও যন্ত্রণার মাঝ ছুঁয়ে আছে

নাতিশীতোষ্ণ জল

 

ব্লেডের ধার ছুঁয়ে থাকে

প্রাচীন রক্তের ধারা... এভাবেই

 

শুয়ে আছে, ছুঁয়ে দেখছে মাটি সরস আছে তো?

পাড় ভাঙ্গার আগে নদীর কৌশল

 

একটু শ্বাশ্বত ছোঁয়া…

নীরবতায়

কাজল ও রেখায় দেয়ালা সারে

খেয়ালী মন

 

সফরনামা

 

ক্ষণিক অজ্ঞানতা চোখে নেমে এলে দেখি সর্ষেফুল

দিগন্তব্যাপী যাকে দেখি, তারও কি সবটাই ছাপা ফর্মার ভুল?

 

সাদা দেওয়াল ভরে যাচ্ছে শ্যাডো প্লে'র কংকালে

 

দীর্ঘশ্বাস হয়ে যায় বারংবার শ্বাসের ভুলে

 

না-কথা লিখে ফেললেই জিয়নকাঠি'র ভেলকিতে হয়ে আশ্চর্য ভরপুর

 

আক্ষেপ নয় আর,

স্তোববাক্যে মিথ্যে মেশাও বরং

যতদূর গল্পগাছায় সফরনামা কেটে যায়

এ ঘর সম্মত হয়েই আছে ততদূর

 

 

 


1 কমেন্টস্:

  1. প্রতি টা কবিতা ই মন ছুয়ে যায়
    অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি

    উত্তরমুছুন